কি জ্বালা দিয়ে গেলা মোরে | Ki Jala Diya Gela More - bangla lyrics song

হ্যালো প্রিয় বন্ধু,আশা করি অনেক ভালো আছেন web Raiyan পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমাদের এই সাইটে নিয়োমিত হিন্দির পাশাপাশি অন্য নানান ভাষার গান হুবুহু বাংলায় লিরিক্স আকারে পাবেন। যাদের হিন্দি বা অন্যান্য ভাষাতে সমস্যা আছে তাদের জন্য আজকে ব্লাক পোষ্টে অনেক উপকারে আসবে।

আপনি এখানে সকল গানের লিরিক্স সম্পূর্ণ বাংলায় হিন্দি ও ইংরেজিতে পেয়ে যাবেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা নতুন একটি মন মাতানো গানের লিরিক্স হাজির হয়ে
ছি। বর্তমানে গানটির সোশ্যাল মিডিয়ায় অনেক জনপ্রিয়তা লাভ করছে। তাই আজকে আমি আপনাদের সাথে যে গানের লিরিক্স শেয়ার করব সেটা হলো ' কি জ্বালা দিয়ে গেলা মোরে ' (Ki Jala Diya Gela More )

বন্ধুরা কি জ্বালা দিয়ে গেলা মোরে গানটি শিল্পী: আয়েশা জেবিন দিপা ও কথা এবং সুর: অস্কর আলী, এবং প্রোডিউসার : আনিস রহমান সবার সম্মিলিত একটি জনপ্রিয় গান হচ্ছে কি জ্বালা দিয়ে গেলি মোরে।

কি জ্বালা দিয়ে গেলা মোরে

কি জ্বালা দিয়ে গেলি মোরে বাংলা লিরিক্স

লিরিক্স

কি জ্বালা দিয়ে গেলা মোরে।
নয়নের কাজল পরানের বন্ধুরে।
না দেখিলে পরান পোড়ে।
কি জ্বালা দিয়ে গেলা মোরে।
নয়নের কাজল পরানের বন্ধুরে।

না দেখিলে পরান পোড়ে,
না দেখিলে পরান পোড়ে।
না রাখি মাটিতে
না রাখি পাটিতে
না রাখি পালকের উপরে।

না রাখি মাটিতে
না রাখি পাটিতে
না রাখি পালকের উপরে।

সিথিরও সিঁদুরে রাখিব বন্ধুরে
সিথিরও সিন্দুরে রাখিব বন্ধুরে।
ভিড়িয়ে রেশম ডোরে
ভিড়িয়ে রেশম ডোরে।

বন্ধু পরবাসী
পরের ঘরে আসি
এত ঘুমে কেন ধরে।

ও.. বন্ধু পরবাসী
পরের ঘরে আসি
এত ঘুমে কেন ধরে।

কয়লা করে ধ্বনি
পোহাইল রজনী
কয়লা করে ধ্বনি
পোহাইল রজনী।

না ডাকি ননদিনীর ডরে,
না ডাকি ননদিনীর ডরে।
নারীর প্রেম গেছে
কি টোনা কইরাছে
বস্ত্র খসি খসি পড়ে।

নারীর প্রেম গেছে
কি টোনা কইরাছে
বস্ত্র খসি খসি পড়ে।
কহে আসগর আলী
সাধু শত জানি।

কহে আসগর আলী
সাধু শত জানি।
উদাসী বানাইল মোরে
উদাসী বানাইল মোরে।

Song Credit:

  1. Song - Ki Jala Diya Gela More
  2. Artist - Hridoy Khan
  3. Album - Ki Jala
  4. Lyricist - Askar Ali Pandit
  5. Composer - Hridoy Khan
  6. Label - Gaanchill

শেষ কথা 

আমাদের পোস্টগুলি আপনার কাছে কেমন লাগে তা জানানোর জন্য আপনাকে অনুরোধ করছি যে, আমাদের ওয়েবসাইট ওয়েব রাইয়ান ডটকম আসুন, লাইক ও মন্তব্য করে আমাদেরকে উৎসাহিত করুন। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।ধন্যবাদ আর আশা করি আপনি ওয়েব রাইয়ান ডটকমে সাথে থাকবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন