Gaa Chuye Bolo Lyrics (গা ছুঁয়ে বলো) - Surongo

Table of Contents
সুড়ঙ্গ' ছবিতে 'গা ছুঁয়ে বলো' গানটি একটি দুর্দান্ত সংগীতানুষ্ঠান। গানটির সুর, লিরিক্স, এবং অভিনয়ের সঙ্গে সমন্বয়িত মিল দর্শকদের দিয়ে নেয় এক অসাধারণ অনুভূতি। গানটি নীলাঞ্জনা সরকার ও আনুপম রায়ের সুন্দর সুরকে আবিষ্কার করে, যা দর্শকের মন জিতে নেয়। গানের মধ্যে বিস্ময়জনক ভাবনা ও এক ধারাবাহিক ভাবে বাঁধা যায়, যা ছবিটির গল্পের সাথে সাজানো খুব ভালোভাবে মিলিত।

এটি বন্ধুত্ব, প্রেম, এবং জীবনের প্রতি মনোযোগ প্রদর্শন করে। গানের অভিনয়ের দৃশ্য একটি নতুন সম্পর্কের প্রারম্ভিক মিটিং হিসেবে প্রদর্শন করে এবং এর মাধ্যমে অনুভূতি এবং ভাবনা বিশেষভাবে প্রকাশ পায়। গানের সুন্দর সুর এবং লিরিক্স দর্শকের মন জিতে নিয়ে যায়, এটি দৃশ্যের সাথে খুব সুসংগত হয়। 'গা ছুঁয়ে বলো' গানটি ছবিটির সম্পূর্ণ ভাবে প্রতিফলিত করে এবং দর্শকদের চরিত্রের মধ্যে সংঘর্ষ এবং সম্পর্কের গভীরভাবে মিশে যাওয়ার একটি অংশ হিসেবে উঠে।
Gaa Chuye Bolo  Bangla Lyrical

Gaa Chuye Bolo Bangla Lyrical

লিরিক্স

গোটা পৃথিবীতে খুঁজো 

আমার মতো কে তোমারে এতো ভালোবাসে

এই মনের ঘরে এসো 

এই বুকেরই বাঁ-পাশেতে তোমার নামই জপে...

একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে 

তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে?


এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো

তোমার মতো কে আছে বলো., 

এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো 

তোমার মতো কে আর আছে বলো...

পাল ছাড়া নাওয়ের বুকে 

ঢেউয়ে ঢেউয়ে খেলা করে, 

আকাশটাও দেখে মোদের খুনসুটি..


পাহাড়ের দেউরিতে ভালোবাসা লেগে আছে 

কেমন করে বুকের মাঝে তোমায় পুষি.....

আলিঙ্গনে ভালোবাসার মোহো জেগে ওঠে

সেই মোহতে ডুবলে পরে পাইনা তীর খুঁজে....

এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো

তোমার মতো কে আছে বলো,

এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো

তোমার মতো কে আর আছে বলো...


গোটা পৃথিবীতে খুঁজো

আমার মতো কে তোমারে এতো ভালোবাসে

এই মনের ঘরে এসো

এই বুকেরই বাঁ-পাশেতে তোমার নামই জপে.....

একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে

তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে..?


এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো

তোমার মতো কে আছে বলো,

এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো

তোমার মতো কে আর আছে বলো...


Music Credits:

  • Song : Gaa Chuye Bol
  • Singer: Tanjib Sarowar, Abanti Sithi
  • Lyrics: Tanjib Sarowar
  • Tune: Tanjib Sarowar
  • Music Arrangement & Composition: Sajid Sarker
  • Mix & Master : Sajid Sarker

আরো পড়ুন ......

এই ওয়েবসাইটে নিয়মিত বাংলা,হিন্দি লিরিক্স আপলোড করা হয়। বিভিন্ন ধরনের লিরিক্স গান, লিরিক্স গজল,লিরিক্স হিন্দি গান ,হিন্দি লিরিক্স পেতে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ভিজিট করুন। ওয়েব রাইয়ান ডটকম- এর সাথে থাকুন সব সময়। ধন্যবাদ.....


Tag:  গা ছুঁয়ে বলো lofi,গা ছুঁয়ে বলো black screen,গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো লিরিক্স,গা ছুঁয়ে বলো নাটক,গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো lyrics,গা ছুঁয়ে বলো lyrics,গা ছুঁয়ে বলো sad version,গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো,গা ছুঁয়ে বলো লিরিক্স,গা ছুঁয়ে বলো লিরিক্স,গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো,গা ছুঁয়ে বলো sad version,গা ছুঁয়ে বলো নাটক,গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো নাচ,গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো লিরিক্স,গা ছুঁয়ে বলো রিংটোন,গা ছুঁয়ে বলো lyrics,প্রিয়তমা গানের লিরিক্স,এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো lyrics,গোটা পৃথিবীতে খুঁজো আমার যতো কে তোমাকে এত ভালোবাসে lyrics,একটু আড়াল হলেই কেন লিরিক্স,এই গা ছুঁয়ে বলো mp3 download,গা ছুঁয়ে বলো গানের লিরিক্স


একটি মন্তব্য পোস্ট করুন