Kobitar Gaan(কবিতার গান) | Hasan Joy || Bangla Lyrics Song

🎵web Raiyan Presents New Bangla Lyrics 2024 (কবিতার গান) আশা করি আপনারা সবাই এই লিরিক্স পছন্দ হবে। উপভোগ করুন Bangla lyrics এবং সংযুক্ত থাকুন আমাদের ওয়েবসাইটে সাথে।

Kobitar Gaan কবিতার গান

Kobitar Gaan(কবিতার গান) | বাংলা লিরিক্স

Lyrical

লাললালালা

লালালা লালালা

লালালালা লালালা লালালা লালালা।


যদি বারেবারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়,

তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়,

তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,

যদি চায়ের কাপেতে জমে নীরবতা,

তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!

যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়,

যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়,

তবে শুনে দেখো প্রেমিকের গানও অসহায়।

লাললালালা

লালালা লালালা

লালালালা লালালা লালালা লালালা।


যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার,

তবে অভিনয় হয় সবগুলো অভিসার।

যদি ঝিলমিল নীল আলো কে ঢেকে দেয় আঁধার,

তবে কি থাকে তোমার বলো কি থাকে আমার?

যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়,

ক্যানো সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়?

শেষে কবিতারা দায়সারা গান হয়ে যায় ।

লাললালালা

লালালা লালালা

লালালালা লালালা লালালা লালালা।।


যদি বারেবারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়,

তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়,

তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,

যদি চায়ের কাপেতে জমে নীরবতা,

তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!

লাললালালা

লালালা লালালা

লালালালা লালালা লালালা লালালা।


আরো পড়ুন ......

Keno Amar Holena | কেন আমার হলেনা | New Bangla Song 2023 | Official Bangla Lyrica


তোমারে লেগেছে এত যে ভালে বাংলা লিরিক্স | Tomare Legeche Eto Je Valo Bangla Lyrical


গা ছুঁয়ে বলো বাংলা লিরিক্স | Gaa Chuye Bolo Bangla Lyrical


আমি সেই মানুষ টা আর নেই বাংলা লিরিক্স | Aami Shei Manushta Aar Nei Bangla Lyrical


Na Pawa Tumi |না পাওয়া তুমি| New Bangla Song 2023 | Official Lyric song


অরিজিনাল গান: click here

Music Credits:

কবিতার গান

কথা,সুর, সংগীত আয়োজনঃ হাসান জয় গীটারঃ তাজবীম বিন হামিদ মেলোডিকাঃ টিমোথি সজ্জন উকুলেলে এবং কণ্ঠঃ হাসান জয় পারকিউশান এবং কণ্ঠঃ নাজমুল ইসলাম নাঈম কাহনঃ সাইয়েদুল আরেফিন সাহিল বেজঃ মোহাইমিনুল হক সাউন্ড ইঞ্জিনিয়ার - আকরাম সিদ্দিকী (জ্যাজ বাউল) মিক্স অ্যান্ড মাস্টার - দেওয়ান আনামুল হাসান রাজু মিউজিক প্রোডাকশন – ঝিড়ঝড়)


আমাদের ওয়েবসাইটে আপনি খুঁজে পাবেন বাংলা, হিন্দি ও উর্দু ভাষার বিভিন্ন সুন্দর সুন্দর গজলের লিরিক্স। আমরা সর্বদা নতুন গজলের শব্দগুলো আপডেট করি যাতে আপনি সর্বদা নতুন গজল খুব সহজেই পেতে পারেন। আপনি যদি চান, তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন এবং আমাদের সাথে জড়িত থাকুন।  ধন্যবাদ....

Tag: kobitar gaan কবিতার গান by hasan joy,kobitar gaan,কবিতার গান lyrics,কবিতার গান download,কবিতা গান লিরিক্স হাসান জয়,যদি বারে বারে একই সুরে লিরিক্স,যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায়,যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় female version,যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় lyrics,যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় লিরিক্স,যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় মেয়ে কন্ঠে,যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় গান,যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় black screen,যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় lofi,যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় মেয়ের কন্ঠে

নবীনতর পূর্বতন